ছত্তিসগড়ে নকশাল হামলা, ১১ ভারতীয় সেনার মৃত্যু!
ভারতের ছত্তিসগড় রাজ্যের দান্তেওয়াড়ায় নকশাল হামলায় মৃত্যু হল ১১ সেনা সদস্যের৷ প্রাথমিক ভাবে এই হামলা আইইডি বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে৷
বুধবার দুপুরে ছত্তিসগড়ের আরানপুরের কাছে একটি নজরদারি দলের উপর এই বিস্ফোরণ ঘটানো হয়৷ একটি ডিআরজি দল নজরদারি চালানোর পর দলটি হেডকোয়ার্টারে ফিরছিল বলে খবর মিলেছে৷ সেই সময় আরানপুরের রাস্তার উপর এই বিস্ফোরণ ঘটে বলে খবর মিলেছে৷ সেই সময় ১০ জন...