হিজবুল্লাহর ১৫০০ যোদ্ধাকে হত্যার দাবি এবং হামলা অব্যাহত থাকবে:হালেভি
দখলদার ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান জেনারেল হার্জে হালেভি দাবি করে বলেন,লেবাননের স্বাধীনতাকামী প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর ১ হাজার ৫০০ যোদ্ধাকে ইসরাইলি বাহিনী হত্যা করেছে।একই সঙ্গে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের হামলা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে হার্জে হালেভি বলেন, হিজবুল্লাহর ওপর যত শক্ত হামলা চালানো যায় ঠিক ততটাই আমরা চালাব। আমরা তাদের কমান্ডারদের হত্যা করেছি।
তিনি বলেন, ‘হিজবুল্লাহ হতাহতের...