চীনের সঙ্গে ক‚টনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে হন্ডুরাস
হন্ডুরাস মূল ভ‚-খন্ড চীনের সাথে ক‚টনৈতিক সম্পর্ক স্থাপন করবে। দেশটির প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রো মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। তবে মধ্য আমেরিকার এই দেশটি তাইওয়ানের সাথে সম্পর্ক ছিন্ন করবে কি-না সে সম্পর্কে কিছু বলেনি।
ক্যাস্ত্রো টুইটারে বলেছেন, তিনি গণপ্রজাতন্ত্রী চীনের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক শুরুর পদক্ষেপ নিতে পররাষ্ট্রমন্ত্রী এদুয়ার্দো রেইনাকে নির্দেশনা দিয়েছেন। সম্প্রতি সিওমারা কাস্ত্রোর সরকার ঘোষণা দেয়, তারা একটি জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের জন্য...