১৬শ’ বছর আগের কাঠামো
প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে কত কিছুই না আবিষ্কার হয়। প্রাচীন গ্রিস কিংবা রোমের কথা এলেই চলে আসে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের আবিষ্কার। অনেক আবিষ্কারে চোখ কপালে উঠাতে বাধ্য হতে হয়। এমনএক ঘটনা ঘটেছে তুরস্কে। দেশটির এক দল প্রত্নতাত্ত্বিক জানিয়েছেন, হাসানকিফের প্রাচীন শহরে খননের সময় ১৬০০ বছরের পুরোনো রোমান সামরিক কাঠামোর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। যা ওই অঞ্চলের প্রাচীন ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেছে। মঙ্গলবার...