ওমেন ইন ট্রান্সপ্লান্টেশন অ্যাওয়ার্ড পেলেন ইরানের নাজাফিজাদে

ওমেন ইন ট্রান্সপ্লান্টেশন অ্যাওয়ার্ড পেলেন ইরানের নাজাফিজাদে

ইরানি অঙ্গ দান সমিতির পরিচালক কাতায়াউন নাজাফিজাদে ট্রান্সপ্ল্যান্টেশন সোসাইটির ৩০তম আন্তর্জাতিক কংগ্রেসে (টিটিএস ২০২৪) ওমেন ইন ট্রান্সপ্লান্টেশন অ্যাওয়ার্ড এর আনসাং হিরো অ্যাওয়ার্ড পেয়েছেন। ২২ থেকে ২৫ সেপ্টেম্বর ইস্তাম্বুলে টিটিএস ২০২৪ অনুষ্ঠিত হয়।কমিউনিটি পরিষেবা স্বেচ্ছাসেবী, পরামর্শদান বা অন্যান্য সম্প্রদায় ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে প্রতিস্থাপনের উপর অসাধারণ প্রভাব ফেলেন, এমন একজন নারীকে প্রতিবছর পুরষ্কারটি দেওয়া হয়।বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়, ক্লিনিকাল নির্দেশিকা...