বাঘের পিঠে যুবক
বাঘ মামার যা তেজ, তাতে তার কাছে যেতে পর্যন্ত ভয় পান অনেকে। পশুরাজ্যে অন্যতম হিংস্র প্রাণী হলো বাঘ। যে বাঘকে দেখে অনেকে ভয়ে সিঁটিয়ে যান, তার ওপরই চড়ে বসলেন এক পাকিস্তানি যুবক। তিনি এমনভাবে বাঘের ওপর উঠে বসলেন, যেন তিনি ঘোড়ায় চড়ছেন। এ ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। তার এমন কাজের জন্য বাহ্বা দিচ্ছেন নেটিজেনরা।
সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম...