সিঙ্গাপুরের সাবেক পরিবহনমন্ত্রী দুর্নীতির দায়ে অভিযুক্ত
সিঙ্গাপুরের সাবেক পরিবহনমন্ত্রী এস. ইসওয়ারানকে ১২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির একটি আদালত এই সাজা দেন। দুর্নীতির দায়ে তার বিরুদ্ধে অভিযোগ, নিয়মবহির্ভূতভাবে হাজার হাজার ডলার সমমূল্যের উপহারসামগ্রী গ্রহণ এবং বিচারকাজে বাধা দিয়েছিলেন।বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনের এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, বিশ্বের কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় থাকা সিঙ্গাপুরে এ ধরনের সাজার ঘটনা বিরল। গত চার দশকের বেশি সময়...