ইসরাইলে ২০০ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের! নেতানিয়াহুর হুঁশিয়ারি, ‘ফল ভুগতে হবে’
ইসরাইলি সেনা হামলার পাল্টা জবাবে মঙ্গলবার থেকেই ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করেছে ইরান। ইসরাইলে ভূখণ্ডে আছড়ে পড়ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। ইরানি সেনার দাবি, ইতিমধ্যেই প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরাইলে। এই হামলার পরেই ইরানকে হুঁশিয়ারি দিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলার ফল ভুগতে হবে ইরানকে। অন্য দিকে, ইরানকে সতর্ক করেছে আমেরিকাও।
ইরান হামলার পরে মঙ্গলবার রাতেই...