ইউক্রেন যুদ্ধ থামাতে ‘ফ্রেন্ডস অফ পিস’ গ্রুপ জাতিসংঘে প্রতিষ্ঠিত
ইউক্রেন সংকটের বিষয়ে ‘ফ্রেন্ডস অফ পিস’ গ্রুপের মন্ত্রী পর্যায়ের বৈঠক স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত হয়।
বৈঠকে যৌথভাবে-সভাপতিত্ব করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ভিয়েরা এবং ব্রাজিলের প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা আমোরিম। মিশরের পররাষ্ট্রমন্ত্রী ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীসহ ১৭টি ‘গ্লোবাল সাউথ’ দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন।
ওয়াং ই বলেন, আমরা এখানে একত্রিত হয়েছি শুধুমাত্র একটি উদ্দেশ্যে, আর তা হলো শান্তি...