বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত অন্তত ১৫
পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই পাঞ্জাব অঞ্চল থেকে পরিযায়ী শ্রমিক হিসেবে গেছিলেন। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বালুচ বিচ্ছিন্নতাবাদীরাই এই হামলার পিছনে জড়িত।
পাকিস্তানপুলিশ সরকারিভাবে জানিয়েছে, ঘটনায় সাতজন শর্মিকের মৃত্যু হয়েছে। তবে অসমর্থিত সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই ১৫ জনের মৃত্যু হয়েছে। বস্তুত, বেলুচিস্তানের পশ্চিমে পাঞ্জগুর অঞ্চলে এই ঘটনা...