সবচেয়ে বয়স্ক ব্যক্তি
প্রবীণ দিবস উপলক্ষে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিকে সম্মান জানানো হয়েছে। জাপানের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হলেন টোমিকো ইতুকা, যার বয়স বর্তমানে ১১৬ বছর। স্প্যানিশ-আমেরিকান মারিয়া বার্নিয়াস মোরেরা গত ১৯ আগস্ট ১১৭ বছর বয়সে মারা যাওয়ার পরে তিনি এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি।টোামিকো ইতুকার স্বামী ১৯৭৯ সালে মারা যান। তার ছেলে হিরোশি কাই বলেছেন, তার মা তার পছন্দ মতো বেশির ভাগ সময়...