‘গালি গালি মে শোর হ্যায় নরেন্দ্র মোদি চোর হ্যায়’
মোদি প্লাস আদানি মোদানি বলে কটাক্ষ করা হয় ভারতের রাজনৈতিক অঙ্গনে। সম্প্রতি গোয়ার রাজ্যসভায় আদানি ও মোদি ইস্যুতে ঝড় তুলে তোলপাড় ফেলে দিলেন আদমি পার্টির (আপ) সংসদ সদস্য সঞ্জয় সিংহ। এ সময় ‘গলি গলি মে শোর হ্যায় নরেন্দ্র মোদি চোর হ্যায়’ মন্তব্য করে বিজেপিকে তীব্র আক্রমণ তিনি। তার এই অগ্নিঝরা বক্তব্য রীতিমত ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজ্যসভায় তিনি বলেন, আদানি...