আফগানিস্তানে আল কায়দার ‘আমির’ সেই ‘মৃত’ হামজা
২০১৯ আমেরিকা দাবি করেছিল, সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত হয়েছে ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেন। আমেরিকার এই বিরাট সাফল্য খারিজ হয়ে গেল মাত্র ৫ বছরেই। কার্যত ‘কবর’ থেকে ফিরে এল লাদেন পুত্র। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য মিরর’ সূত্রে খবর, হামজা শুধু বেঁচে আছে তাই নয়, আফগানিস্তানের মাটিতে বসে আল কায়দার সংগঠন বাড়ানোর কাজ শুরু করে দিয়েছে।
বিদেশি সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে,...