আরও এক মহিলার ঘাড়ে কামড়, শেষ নেকড়েকে বাগে পেতে মরিয়া উত্তরপ্রদেশ
৫টি নেকড়ে খাঁচাবন্দি হলেও স্বস্তি ফিরছে না উত্তরপ্রদেশের বাহরাইচে। নরখাদক দলের শেষ সদস্যই এখন ত্রাস হয়ে উঠেছে বাহরাইচ জেলার গ্রামগুলিতে। ফের রাতের অন্ধকারে এক মহিলার উপর হামলা চালাল নেকড়ে। ঘুমন্ত অবস্থায় তার ঘাড় কামড়ে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা চলে। কার্যত প্রতি রাতে এমন আক্রমণের ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা।
বন-দপ্তরের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাহরাইচ জেলার সিনগিয়া নাসিরপুর গ্রামের এক বাড়িতে...