যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চাইলেন জাতিসংঘ মহাসচিব
গাজায় ইসরাইলি আগ্রাসন অবসানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, ‘এই যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের উচিত ইসরাইলকে চাপ দেওয়া। যুদ্ধ থামানোর ক্ষমতা আমার নেই। আমরা আওয়াজ তুলতে পারি এবং সেই আওয়াজ তোলার অংশ হিসেবে শুরু থেকেই আমরা উচ্চৈঃস্বরে এবং স্পষ্ট বলে আসছি যে এই যুদ্ধ বন্ধ করতে হবে। ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ বন্ধ করতে হবে...