১০০ কিমি হাঁটতে হাঁটতে সিকিম থেকে বাঘ গেল ভুটানে
বাঘমামার মতিগতি বোঝা সত্যিই বড়ই দুষ্কর। তবে এবার যে ডোরাকাটা বাঘের কথা জানা গেছে তা পুরোপুরি অদ্ভূত। ট্র্যাপ ক্যামেরার ছবি দেখে ভারতের বনদফতরের অভিজ্ঞ কর্মকর্তাদের ধারণা, এ বাঘটিকেই আগে দেখা গিয়েছিল সিকিমের পাঙ্গোলাখার জঙ্গলে। আর ওই বাঘকেই এবার দেখা গেছে ভুটানের সামতসে জেলায়। এখানেই প্রশ্ন বাঘটি এই ১০০ কিলোমিটার পথ এলো কিভাবে? তাছাড়া মাঝে পড়ে নদী। সেই নদীও পেরিয়ে গিয়েছে...