পিরামিডের ওপর অদৃশ্য বুদবুদ
চীনা বিশেষজ্ঞরা হাইনানে অবস্থিত একটি উচ্চ প্রযুক্তির রাডারের মাধ্যমে মিসরীয় পিরামিডের ওপর অদৃশ্য মহাকাশ বুদবুদ সনাক্ত করেছেন। আমেরিকান সংবাদপত্র নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশের বুদবুদগুলো বিজ্ঞানীদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছে যার সাহায্যে বিজ্ঞানীরা এসব বুদবুদ স্যাটেলাইট উৎক্ষেপণের সময় যেসব সম্ভাব্য বাধা তৈরি করতে পারে তা কমাতে পারে।
এসব বুদবুদ ‘নিরক্ষীয় প্লাজমা বুদবুদ’ নামেও পরিচিত। আইএফএল বিজ্ঞান ওয়েবসাইট জানিয়েছে, এসব...