‘চীন ও পোল্যান্ড সম্পর্ক উন্নয়নের কৌশল নির্ধারণ করেছে’
চীন ও পোল্যান্ড পরবর্তী পর্যায়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের কৌশল নির্ধারণ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র মাও নিং বুধবার বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
তিনি বলেন, পোল্যান্ডের প্রেসিডেন্ট আনজেই দুদুা ২২ থেকে ২৬ জুন পর্যন্ত চীন সফর করেন। সফরকালে দু’দেশের নেতৃবৃন্দের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের ৭৫ বছরের উন্নয়ন-প্রক্রিয়া পর্যালোচনা করা হয় এবং সম্পর্কের ভবিষ্যতের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত দিক-নিদের্শনা দেওয়া...