আংশিক চালু ইন্টারনেট কারফিউ বহাল মণিপুরে
ভারতের মণিপুরের পাঁচ জেলায় তিন দিন আগে জারি করা ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা স্থগিতাদেশ বৃহস্পতিবার প্রত্যাহার করেছে রাজ্য সরকার। তবে মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত থাকবে। ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম ও থোবাল জেলায় অনির্দিষ্টকালের কারফিউ বহাল রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্ক্রল এ খবর জানিয়েছে। ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, কাকচিং, থোবাল ও বিষ্ণুপুর জেলায় ব্রডব্যান্ড পরিষেবা পুনর্বহাল করা হয়েছে। তবে, সামাজিক যোগাযোগমাধ্যম ও...