পাখির উৎপাতে নাজেহাল, জার্মানে পায়রা নিশ্চিহ্ন করতে গণভোট
জার্মানে পায়রা নিশ্চিহ্ন করার জন্যে সাংঘাতিক উদ্যোগ। পায়রার মলমূত্রে হয়রানির শিকার সাধারণ মানুষ। তাই বাজপাখি দিয়ে পায়রা নিশ্চিহ্নের দাবী একাধিক বাজার সংস্থার। এই নিয়ে রীতিমতো আন্দোলনেও নেমেছেন অনেকে। কিন্তু পশু-সংরক্ষণ কর্মীরা এই নিয়ে বিরোধিতা জানিয়েছেন। যার ফলে বিক্ষোভ শুরু হয়েছে জার্মানের নির্দিষ্ট শহরটিতে।
যাই হোক এই বিষয়ে সমাধানের জন্যে জার্মান প্রশাসন একটি ভোটের আয়োজন করেছে, এখনও পর্যন্ত তার ফলাফল বিবেচনা করা...