দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর সামরিক মহড়া
সম্প্রতি চীনা গণমুক্তি ফৌজের একাধিক যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়ায় অংশগ্রহণ করে।
৪ দিনব্যাপী মহড়ায় গণমুক্তিফৌজের ‘তান সিয়া সান’ জাহাজ, ‘লাও থিয়ে সান’ জাহাজ, ‘লু সান’ জাহাজসহ একাধিক যুদ্ধজাহাজ সত্যিকারের গোলাবারুদ ব্যবহার করে। মহড়ার উদ্দেশ্য ছিল, জাহাজগুলোর সমন্বিত যুদ্ধক্ষমতা পরখ করা।
এদিকে, যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে মার্কিন বিমানবাহীর রণতরি দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে। দেশটির নৌবাহিনী জানিয়েছে, শনিবার (২২ জুন) থিওডোর রুজভেল্ট...