৯৪ শতাংশের বেশি ভোট পেয়ে দ্বিতীয়বার জয়ী প্রেসিডেন্ট তেবুন
উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেবুন। রোববার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ভোটের ৯৪ দশমিক ৭ শতাংশ গিয়েছে তার ঝুলিতে। ৭৮ বছর বয়সী তেব্বোউনে আলজেরিয়ার সেনাবাহিনীর সমর্থিত প্রার্থী ছিলেন। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন রক্ষণশীল প্রার্থী আবদেল্লালি হাসানি শেরিফ এবং সমাজতন্ত্রের সমর্থক প্রার্থী ইউসেফ আজিজ। এরা দু’জন যথাক্রমে ৩ শতাংশ এবং...