মাইক্রোসফটকে হঠিয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান সংস্থার সিংহাসনে এনভিডিয়া
মাইক্রোসফটকে পেছনে ফেলে দেশের সবচেয়ে মূল্যবান সংস্থার শিরোপা জিতে নিল এনভিডিয়া। সম্প্রতি চিপ মেকার সংস্থার শেয়ার প্রায় তিন শতাংশ বেড়ে যায়। শেয়ারের দল বেড়ে যাওয়ায় মাইক্রোসফটকে পিছনে ফেলে এগিয়ে গেল এনভিডিয়া।
এনভিডিয়া সাধারণত গ্রাফিক্স কার্ড, মাদার বোর্ড, প্রসেসর তৈরি করে। সম্প্রতি দেখা গিয়েছে, এই সংস্থার শেয়ারের দর ৩.৭ শতাংশ বেড়ে গিয়েছে। এনভিডিয়ার সম্পত্তির পরিমাণ এখন ৩.৩৪১ ট্রিলিয়ান ডলারে গিয়ে পৌঁছেছে। অন্যদিকে...