আরজি কর কাণ্ডের প্রতিবাদে রবির রাত ফের 'দখলের ডাক', শিলিগুড়িতে 'ভোর দখল'
কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর প্রতিবাদে আবারও `রাত দখলের` ডাক। শহর কলকাতা সহ জেলাগুলিতে ৮ সেপ্টেম্বর রবিবার `রাত দখলের` ডাক নানা সংগঠনের। একই সঙ্গে শিলিগুড়িতে আগামী সোমবার অর্থাৎ ৯ সেপ্টেম্বর `ভোর দখলের` ডাক। ভোর ৪ টা ১০ মিনিট থেকে ৬ টা পর্যন্ত শিলিগুড়ির রাস্তায় মঙ্গল প্রার্থনা ও শপথবাক্য পাঠের ডাক দেয়া হয়েছে।
আগামী ৯ সেপ্টেম্বর সুপ্রিম...