উত্তরপ্রদেশে উত্থান দলিত নেতা রাবণের
উত্তরপ্রদেশে উত্থান হল নতুন দলিত নেতার চন্দ্রশেখর আজাদের। যিনি উত্তরপ্রদেশবাসীর কাছে রাবণ নামে বেশ জনপ্রিয়। ২৪-এর লোকসভায় উত্তরপ্রদেশের নাগিনা আসনে ৫০ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন এই দলিত নেতা। তিনি হলেন আজাদ সমাজ পার্টি-কাঁসিরাম নেতা তথা ভীম আর্মির প্রতিষ্ঠাতা।
বর্তমানে নাগিনা আসন থেকে বিজেপি ওম কুমার মোট ভোট পেয়েছে ৩৬১০৭৯। যা চন্দ্রশেখরের থেকে প্রায় ১৫১৪৭৩ কম। আর উত্তরপ্রদেশের এই তৃতীয় স্থানে...