সাগর আন্তর্জাতিক রাজনীতির লড়াইয়ের মাঠ হওয়া উচিত নয়: চীন
এ বছর হচ্ছে ‘জাতিসংঘের সামুদ্রিক আইন কনভেনশন’ কার্যকরের ৩০তম বার্ষিকী। আজ (বুধবার) চীনের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী মিয়াও তে ইউ এক ফোরামে দেওয়া ভিডিও ভাষণে জানান, বর্তমানে আন্তর্জাতিক সাগর বিষয়ক শৃঙ্খলা পরিবর্তন হচ্ছে। কিছু দেশ নিজের স্বার্থ বিবেচনা করে ‘জাতিসংঘের সামুদ্রিক আইন কনভেনশন’ অপব্যবহার করে একতরফা আচরণ করছে এবং সাগরে আধিপত্য প্রতিষ্ঠা করতে চাচ্ছে। সমুদ্রাঞ্চল আন্তর্জাতিক রাজনীতির লড়াইয়ের মাঠ হওয়া উচিত নয়।
তিনি...