হাইতিতে গোষ্ঠী সংঘর্ষে খুন মার্কিন এমপির মেয়ে-জামাই!
গোষ্ঠী সংঘর্ষে উত্তাল আফ্রিকার দেশ হাইতি। সেখানেই এবার দুষ্কৃতীদের গুলিতে খুন মার্কিন এমপি বেন বেকারের মেয়ে ও জামাই। খুনের পর দুজনের দেহ জ্বালিয়ে দেয়া হয় বলে জানা গিয়েছে। সোশাল মিডিয়ায় এই তথ্য প্রকাশ্যে এনে শোক প্রকাশ করেছেন আমেরিকার রিপাবলিকান পার্টির এমপি বেকার। তিনি বলেন, ‘এই মর্মান্তিক খবর শোনার পর আমার হৃদয় ভেঙে গিয়েছে। এমন চরম শোক আমি জীবনে কখনও পাইনি।’
পাশাপাশি...