চীন সফরে যাচ্ছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান আগামী সপ্তাহে চীন সফর করবেন। সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির সঙ্গে বৈঠক করবেন। তিন সূত্রকে উদ্ধৃত করে শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস সফরের কথা প্রকাশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বরে অনুষ্ঠিত ক্যালিফোর্নিয়া শীর্ষ সম্মেলনের ধারাবাহিকতায় চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক...