১৮ মাসে ১১ যাত্রীকে খুন, পুলিশের জালে পাকড়াও সিরিয়াল কিলার ড্রাইভার
অসহায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়ার নাম করে প্রথমে গাড়িতে তুলত। তার পরেই মোটা অঙ্কের টাকা দাবি করত। সেই দাবি না মেটালে অসহায় যাত্রীদের নৃশংসভাবে খুন করত। মহিলাদের ক্ষেত্রে খুনের আগে যৌন নির্যাতন চালাত। খুনের পরে ঠাণ্ডা মাথায় নিহতদের পিছনে লিখে দিত ‘ধোকেবাজ’।
গত দেড় বছরে এভাবেই ১৮ জনের প্রাণ কেড়েছিল ভয়ঙ্কর সিরিয়াল কিলার। অবশেষে গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পাঞ্জাব পুলিশের হাতে...