ব্রাজিলে নিহত ৩
ব্রাজিলের উত্তরাঞ্চলীয় দু’টি রাজ্যে সংযোগকারী একটি সেতু ধসে তিন জন নিহত ও অন্তত ১৫ জন নিখোঁজ হয়েছে। ব্রাজিলের ফেডারেল হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি রবিবার বিকেলে ঘটেছে। মারানহাও এবং টোকান্টিনস প্রদেশের সংযোগকারী ‘জুসেলিনো কুবিটশেক দে অলিভেরা’ সেতু দিয়ে রবিবার বিকেলে কয়েকটি গাড়ি পার হওয়ার সময় হঠাৎ সেতুটির একাংশ টোকান্টিনস নদীতে ভেঙে পড়ে। সেতুটি ভেঙে পড়ার সময় তিনটি ট্রাক, বেশ কয়েকটি মোটরসাইকেল...