আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে ইরানি শিক্ষার্থীদের ৪ পদক
ইরান ৫৬তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে একটি স্বর্ণ এবং তিনটি রৌপ্য পদক জিতেছে। রসায়ন অলিম্পিয়াড ২২ থেকে ৩০ জুলাই সৌদি আরবে অনুষ্ঠিত হয়।
আইসিএইচও ২০২৪ ‘একসাথে সংযোগ গড়ে তোলা’ স্লোগানে অনুষ্ঠিত হয়। রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটিতে রসায়নের ক্ষেত্রে ২৬০ জন আন্তর্জাতিক বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আইসিএইচও-এর ৫৬তম প্রতিযোগিতায় ৯০টি দেশের মোট ৩৩৩ জন প্রতিভাবান পুরুষ ও নারী অংশগ্রহণ করে।
ইরানের রামতিন মোরাদি মাজহার একটি স্বর্ণপদক...