রুশ যুদ্ধজাহাজ আবারো কিউবায়
আবারও কিউবা উপকূলে হাজির রাশিয়ার যুদ্ধজাহাজ। সম্প্রতি তিনটি রাশিয়ান যুদ্ধজাহাজ কিউবার নৌসীমায় পৌঁছেছে। রাশিয়া ও কিউবার মধ্যে গভীর সম্পর্কের প্রতিফলন হিসাবে এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার কিউবা উপকূলে দেখা গেল রুশ যুদ্ধজাহাজ। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার একটি প্রশিক্ষণ জাহাজ, টহল জাহাজ এবং রিফুয়েলিং ট্যাঙ্কার সমন্বিত যুদ্ধজাহাজের নতুন এই বহর কিউবার হাভানা বন্দরে ৩০ জুলাই পর্যন্ত অবস্থান করতে পারে। কিউবার...