মালিতে ওয়াগনার বাহিনীর সদস্যরা হতাহত
মালির আলজেরিয়ার সীমান্তের কাছে দুই দিনের লড়াইয়ে বেশ কয়েকজন মালির সেনা এবং রুশ ওয়াগনা বাহিনীর সদস্য নিহত ও আহত হওয়ার খবর জানিয়েছে মালির উত্তর তুয়ারেগ বিদ্রোহীরা। তুয়ারেগ হলেঅ একটি জাতিগোষ্ঠী, যারা উত্তর মালির কিছু অংশসহ সাহারা অঞ্চলে বসবাস করে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি ২০১২ সালে মালির জান্তা সরকারের বিরুদ্ধে একটি বিদ্রোহ শুরু করেছিল কিন্তু বিদ্রোহটি পরে ইসলামপন্থী দলগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর...