বন্দুকবাজ নামে আরেক আতঙ্ক মার্কিনিদের, ৬ মাসে নিহত ৪শ’
আমেরিকা জুড়ে ‘গান কালচার’-এর যে বাড়বাড়ন্ত শুরু হয়েছে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উপর হামলা নাকি তারই অংশ। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। গুলির আওয়াজ যেন আমেরিকার কাছে গা-সওয়া হয়ে গিয়েছে। কমবয়সিদের হাতে হাতেই ঘুরছে বন্দুক। বন্দুকবাজির রিপোর্ট গা শিউরে ওঠার মতো। রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত আমেরিকায় ৩০২টি বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছে। এই সব ঘটনায় সব মিলিয়ে ৩৯০...