বাইডেনের ফোন কেটে দিয়েছেন ট্রাম্পের সভায় গুলিতে নিহত ব্যক্তির স্ত্রী
বছর কুড়ির আততায়ী টমাস ম্যাথু ক্রুক শুধু ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করেই গুলি চালাননি। তার গুলি প্রাণ কেড়ে নিয়েছে রিপাবলিকান দলের সমর্থক, বছর পঞ্চাশের কোরে কমপেরেটরেরও। তা ছাড়াও আহত হয়েছেন দু’জন। কিন্তু নিহত ব্যক্তির স্ত্রী হেলেন কমপেরেটরের অনুযোগ, এত কিছুর পরেও সমবেদনা জানাতে একটা ফোন পর্যন্ত করেননি ‘প্রিয় নেতা’ ট্রাম্প। অবশ্য প্রেসিডেন্ট জো বাইডেন ফোন করেছিলেন। কিন্তু সেই ফোন না ধরে...