শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু
উত্তর-পূর্ব তথা দেশের (ভারত)সার্বিক নিরাপত্তার প্রশ্নে চিকেনস নেক খুবই গুরুত্বপূর্ণ। ফলে এ দেশে অস্থিরতা তৈরি করতে চিকেনস নেকের থেকে সহজ টার্গেট আর কী হতে পারে? জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া মুজিবর ও মীনারুলও এই চিকেনস নেককে টার্গেট করেছিল অস্ত্র পাচারে।
শিলিগুড়ি,উত্তরবঙ্গের প্রধান বাণিজ্যিক শহর।এক পাশে বাংলাদেশ সীমান্ত। উল্টো দিকে নেপাল সীমান্ত। আবার কিছু দূরে এগোলেই আলিপুরদুয়ার, কোচবিহারের কাছ ঘেরা ভূটান সীমান্ত। এই...