বেআইনি বিয়ের মামলায় খালাস ইমরান খান ও বুশরা বিবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রীকে বেআইনি বিয়ের অভিযোগ মামলায় খালাস দিয়েছে একটি আদালত। গতকাল তাদের খালাসর রায় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবি। পাকিস্তান তাহরিকে ইনসাফ (পিটিআই) পার্লামেন্টে আরো বেশি আসন জয়ের একদিন পর ইমরান ও তার স্ত্রীর খালাসর খবরটি এলো।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইমরানের আইনজীবি নাঈম পাঞ্জুথা লিখেছেন, ‘ইমরান খান ও বিবি সাহেবা খালাস পেয়েছেন।’ ইমরানের স্ত্রী বুশরা...