দূষিত খাবার
যাত্রীদের মধ্যে ‘দূষিত খাবার’ পরিবেশন করায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ডেল্টা এয়ারলাইনসের একটি বিমান। বুধবার সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিমানটির গন্তব্য ছিল ডেট্রয়েট থেকে আমস্টারডাম পর্যন্ত। খাবার ‘দূষিত’ হওয়া সত্ত্বেও যাত্রীদের মাঝে তা বিতরণ করার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠায় বিমানটির যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়। মিরর।