২০ বছর কাজ না করিয়েই বেতন, কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দায়ের মহিলার
সাধারণত কাজ করেই টাকা রোজগার করতে হবে, এটাই বাস্তবতা! কিন্তু কাজ না করেই বছরের পর বছর ধরে মিলছিল বেতন, হ্যাঁ, সম্প্রতি এমনই একটি অবাক কাণ্ডের কথা গেল। যেখানে বিষয়টি একটুও এনজয় করে বরং তার কর্মসংস্থানের বিরুদ্ধে মামলা দায়ের করলেন একজন ফরাসি মহিলা কর্মচারী। অবাক কাণ্ড! প্রায় ২০ বছর ধরে কাজ না করিয়েই বেতন দেয়ার অভিযোগে টেলিকমিউনিকেশন অরেঞ্জের বিরুদ্ধে মামলা দায়ের...