অবসরের পর চুরির দায়ের কাঠগড়ায় টেনিস তারকা
টেনিসে ছেড়েছিলেন আগেই। এবার পুরনো দুষ্প্রাপ্য জিনিস চুরির অভিযোগ উঠল টেনিস তারকা ক্যামিলা জিওরগির বিরুদ্ধে। শুধু চুরির অভিযোগই নয়, ভাড়ার টাকা না মেটানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ইটালির টাসকানির ক্যালেনজানো এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকতেন ৩২ বছর বয়সি ক্যামিলা। বর্তমানে ইটালি ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন এই টেনিস তারকা। ইটালি থেকে পালিয়ে গেলেও ক্যামিলার বাড়িওয়ালা একাধিক অভিযোগ এনেছেন। ক্যামিলার বিরুদ্ধে বাড়িওয়ালার অভিযোগ, টেনিস...