গাড়ির ধাক্কায় মৃত্যু ২ বাইক আরোহীর, রচনা লেখার শর্তে জামিন চালককে
কদিন আগে ভারতের পুণে শহরে এক নাবালক চালকের বিলাসবহুল বিদেশি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর। ওই ঘটনায় অভিযুক্ত নাবালককে দুর্ঘটনা নিয়ে রচনা লেখার শর্তে জামিন দিল জুভেনাইল আদালত। এছাড়াও কমপক্ষে ১৫ দিন ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করতে হবে তাকে।
আদালত সূত্রে জানা গিয়েছে, রোববার সকালে দুর্ঘটনাটি ঘটে কোরেগাও পার্কে। ১৭ বছরের কিশোরের গাড়িটি বেপরোয়া গতিতে ধাক্কা মারে উলটো দিক...