ল্যাবে তৈরি ভারতীয় হীরার বাজার চ্যালেঞ্জের মুখে
চ্যালেঞ্জের মুখে পড়েছে ল্যাব বা গবেষণাগারে তৈরি হীরার দ্বিতীয় বৃহত্তম উৎপাদক ভারত। মূলত বাজারে একাধিক দেশের সরবরাহ সক্রিয় হওয়ায় প্রতিযোগিতার মুখে পড়েছে দেশটি। একই সঙ্গে এ ধরনের হীরার মূল্য নিম্নমুখী প্রবণতা ধরে রেখেছে। এ বিষয়ে বিশ্লেষক সংস্থা কেয়ারএজ অ্যাডভাইজরির পরিচালক তানভি শাহ বলেন, ‘যদি ল্যাব-হীরার মূল্য কমতে থাকে, তবে এটি উৎপাদকদের লাভের ওপর প্রভাব ফেলতে পারে। ভারতীয় শিল্পের জন্য এটি...