মেক্সিকোয় নির্বাচনী প্রচারমঞ্চ ভেঙে ১ শিশু-সহ ৯ জনের মৃত্যু
আগামী ২ জুন মেক্সিকোয় প্রেসিডেন্ট নির্বাচন। সেই সঙ্গে স্টেট ও মিউনিসিপাল নির্বাচনও হওয়ার কথা ওইদিন। তার ঠিক আগে নির্বাচনী প্রচার মঞ্চ ভেঙে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল সেদেশ। অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।নিতদের মধ্যে একজন শিশুও রয়েছে। আহত অন্তত ৫০।
কি করে ঘটল দুর্ঘটনা? জানা গিয়েছে, সিটিজেন্স মুভমেন্ট পার্টির প্রার্থী জর্জ আলভারেজ মেনেজের প্রচারসভা চলাকালীনই হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে থাকে। উত্তর...