৭৫ বছর বয়সী ট্রেনের নতুন রূপ
চীনের রেলওয়ে গ্রুপের উ হান ব্যুরোতে রয়েছে ৭৫ বছরের পুরানো একটি ট্রেন। এ ট্রেন হু বেই প্রদেশের উ হান থেকে রাজধানী বেইজিং পর্যন্ত যাতায়াত করে। এ ট্রেন রাতে রওয়ানা দেয় এবং সকালে পৌঁছে যায়। গত ৭৫ বছর ধরে এ ট্রেনের ক্রুদের সুষ্ঠু সেবার কারণে ট্রেনটি বেশ কয়েকটি জাতীয় পর্যায়ের পুরস্কার পেয়েছে। এটাকে ‘লাল পতাকার ট্রেন’ হিসেবে চিহ্নিত করা হয়।
গত ৭৫...