‘টাইম ইস মানি’র বাস্তব উদাহারণ!
‘টাইম ইস মানি’। প্রতি মুহূর্তে এই সত্য প্রমাণ করে এই যুগটা। আরও বেশি উপার্জনের আকাঙ্ক্ষায় কর্মব্যস্ততার সীমা নেই। ঘুম-নাওয়া-খাওয়া পর্যন্ত শিকেয় উঠেছে। দোসর হয়েছে মোবাইল ফোন তথা ইন্টারনেট। ঘরে থাকলেও অফিস থেকে রেহাই নেই কর্মীকুলের। অনেকরই বক্তব্য, বিজ্ঞানের মতোই ‘ওয়ার্ক ফ্রম হোম’ নিয়ে নিবন্ধ রচনাতেও প্রশ্ন তোলা যেতে পারে-আশীর্বাদ না অভিশাপ।
এই দ্বন্দ্বের চরম রূপ দেখা গেল ভারতের দক্ষিণ প্রান্তের অন্যতম...