মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদের তাইওয়ান সফর অগ্রহণযোগ্য: চীন
মে মাসের শেষ দিকে, মার্কিন প্রতিনিধি পরিষদের বৈদেশিক কমিটির চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল, ‘তাইওয়ান’-এর নতুন ‘নেতা’-র শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেয়ার যে পরিকল্পনা করছে, তা চীনের কাছে গ্রহণযোগ্য নয়।
বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র এ পরিকল্পনা বাস্তবায়ন করে, তবে তা থেকে সৃষ্ট ফলাফলের দায় মার্কিন সরকারকে নিতে হবে।...