মহাকাশ ঘুরে আসা উপকরণ নিয়ে গবেষণা করবে চীন
সম্প্রতি চীনের থিয়াংকং মহাকাশ স্টেশন থেকে ফিরেছেন শেনচৌ ১৭-এর মহাকাশচারীরা। এ সময় মহাকাশের সংস্পর্শে আসা বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম তারা পৃথিবীতে নিয়ে এসেছেন পরীক্ষার জন্য। এর মধ্যে ৭১টি উপকরণ বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে উত্তর-পশ্চিম চীনের চাইনিজ একাডেমী অব সায়েন্সের লানচৌ ইনস্টিটিউট অব কেমিক্যাল ফিজিক্সে।
উপকরণ এবং সরঞ্জামগুলোর মধ্যে আছে মূলত বেশকিছু লুব্রিকেন্ট। মহাকাশ স্টেশনটিতে অনেক ধরনের লুব্রিকেন্ট ব্যবহার করা হয়েছে। সোলার...