৩০ বছর আগে মৃত্যু মেয়ের, পাত্রের খোঁজে বিজ্ঞাপন দিল পরিবার
গল্প-উপন্যাস নয়, ওটিটি প্লাটফর্মের কোনও ত্রিলার না। বাস্তবে ভূত বা আত্মার বিয়ে দেখতে চলেছে বেঙ্গালুরু! তিরিশ বছর আগে মেয়ের মৃত্যু হয়েছিল। মৃত সেই মেয়ের বিয়ে দিতে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে পরিবার৷ মেয়ের আত্মার জন্য উপযুক্ত জামাই আত্মার খোঁজ করা হয়েছে বিজ্ঞাপনে। এই ঘটনা কিছুতেই হজম হচ্ছে না অনেকের, কেউ কেউ হেসে কুল পাচ্ছেন না। আরেক দল ভীত। তাদের শিড়দ্বারা দিয়ে বইছে...