অ্যান্টার্কটিকায় বিশাল তেলের মজুদ আবিষ্কার রাশিয়ার
অ্যান্টার্কটিকায় সম্প্রতি বিশাল তেলের মজুদ আবিষ্কার করেছে রাশিয়া। যুক্তরাজ্যের হাউস অফ কমন্সের এন্ভায়রনমেন্ট অডিট কমিটি (ইএসি) বলেছে যে, রাশিয়ার আবিষ্কৃত মজুদগুলোতে প্রায় ৫০ হাজার ১১শ’ কোটি ব্যারেল তেল রয়েছে, যা গত ৫০ বছরে উত্তর সাগর থেকে পাওয়া তেলের প্রায় ১০ গুণের সমান। গত সপ্তাহে যুক্তরাজ্যের সংসদে ইএসি-এর পরিবেশিত নথি অনুযায়ী, অ্যান্টার্কটিক অঞ্চলে যুক্তরাজ্যের দাবিকৃত ওয়েডেল সাগরে রাশিয়া তার গবেষণা জাহাজগুলোর...