ফিলিস্তিনিদের লাশ খাচ্ছে কুকুর
তাঁবুর ক্ষীণ প্লাস্টিকের ওপারে শিশুরা কুকুরের ডাক শুনতে পাচ্ছিল। কুকুরের ভয়ঙ্কর চিৎকার শুনে রিহ্যাব আবু দাক্কার সাত সন্তান তাদের মায়ের চারপাশে ভিড় করে। তাঁবু থেকে মাত্র কয়েক গজ দূরে কুকুরগুলো কবর থেকে একটি লাশ টেনে নিয়ে যাচ্ছে। এই দৃশ্যের ভয়াবহতা কোনো শব্দের মাধ্যমে বর্ণনা করতে পারছিলেন না আবু দাক্কা। আবু দাক্কা বিবিসিকে জানান, শিশুরা কুকুরকে লাশ খেতে দেখেছে। বেড়ার পাশে...